খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি


খুলনাবিশ্ববিদ্যালয়ের বিধি মােতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ডিসিপ্লিনে প্রভাষক (বেতনক্রম ২২,০০০-৫৩,০৬০/- টাকা) এর শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

ক্রমিক নং পদসংখ্যা

১। স্থাপত্য ডিসিপ্লিন - ০৩ (তিন)টি (শূন্য পদের বিপরীতে)

২। পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন ০৩ (তিন)টি (শূন্য পদের বিপরীতে)

৩। বাংলা ডিসিপ্লিন ০৪ (চার)টি (শূন্য পদের বিপরীতে)

৪। ইংরেজি ডিসিপ্লিন ০২ (দুই) টি (শূন্য পদের বিপরীতে)

৫ । ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন ০২ (দুই)টি (শূন্য পদের বিপরীতে)

৬। ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন ০২ (দুই)টি (শূন্য পদের বিপরীতে)

আবেদনের শর্তাবলী :

১। আবেদন অনলাইন (Online) এ করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ডাউন করতঃ প্রয়ােজনীয় (৩নং শর্তে চাহিত) কাগজপত্রাদিসহ ১০ (দশ) সেট আবেদন নিম্নস্বাক্ষরকারীর বরাবর ২৪ -১১-২০২২ খ্রি. তারিখ বিকাল ৪ -০০টার মধ্যে ডাকযােগে/সরাসরি কপি প্রেরণ করতে হবে। government job circular 2022

 অনলাইন (Online) এ আবেদনের সাথে ৬০০/- (ছয়শত) অনলাইন (Online) এ পেমেন্ট করতে হবে। অনলাইন ( Online) আবেদন ফরম, পে? নিয়ােগ বিজ্ঞপ্তি এবং নিয়ােগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাই (http://ku.ac.bd/career ) পাওয়া যাবে।

২। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। Khulna University job circular 2022

৩। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদির সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে ।

() সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ -এর সত্যায়িত কপি। government job circular 2022

() সকল মার্কসিটট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত কপি

() নাগরিকত্ব সনদ এবং NID কার্ডের সত্যায়িত কপি

() সম্প্রতি তােলা পাসপোর্ট সাইজের ছবি ১০ (দশ) কপি

৪। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি../ডি.. প্রদান করা হবে না।

৫। আগামী ০১-১১-২০২২ থেকে ২৪-১১-২০২২ খ্রি. তারিখের মধ্যে অনলাইন (Online আবেদন করা যাবে। 

৬। অনুমােদিত পদ থাকা সাপেক্ষে পদ সংখ্যার হাস -বৃদ্ধি হতে পারে। 

৭। নিয়ােগ প্রদান সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে। government job circular 2022

অফিশিয়াল বিজ্ঞাপনটি দেখুন: 

খুলনা বিশ্ববিদ্যালয়ে

Deadline: 24 Nov 2022


 Apply: https://ku.ac.bd/career

BestChakri BD একটি চাকরির বিষয়ক ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে আপনি নিত্য নতুন নতুন সকল চাকরির বিজ্ঞাপন দেখতে পাবেন। আমরা এখানে বিভন্ন সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করবো।


চাকরির খবর, Job Circular, job circular bd, job circular 2022, government job circular 2022, recent job circular 2022, ngo job circular, hsc pass ngo job circular 2022, private job circular 2022,private bank job circular 2022, all bank job circular 2022, recent bank job circular 2022, private bank job circular 2022, govt bank job circular 2022, bank job circular 2022, police job circular 2022, bdjobs.com, best chakri bd, চাকরির বাজার, সরকারি চাকরির বাজার, বেসরকারি চাকরির খবর, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Next Post
No Comment
Add Comment
comment url