৬০ পদে গন কল্যাণ ট্রাস্ট NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

 ৬০ পদে গন কল্যাণ ট্রাস্ট NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি- ২০/১১

গন কল্যাণ ট্রাস্ট NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচীর আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নিয়ােগ করা হবে।

পদের নাম: ক্রেডিট অফিসার। ৬০ জন

শিক্ষাগত যােগ্যতা:

স্নাতক ডিগ্রী (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে।

We are Hiring Executive (Student Consultancy)

বেতন:

শিক্ষানবীশ কাল (তিন মাস) ১৫,০০০/- এবং জিকেটি বিধি মােতাবেক চাকুরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ২০,০০০/-টাকা। গন কল্যাণ ট্রাস্ট NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

সুবিধাদি : 

চাকুরি স্থায়ী হওয়ার পর পিএফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় । 

সাক্ষাতের সময়ে প্রয়োজনীয় মূল কাগজ পত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযোগ করতে হবে : 

Hiring 𝐒𝐞𝐧𝐢𝐨𝐫 𝐄𝐱𝐞𝐜𝐮𝐭𝐢𝐯𝐞, 𝐏𝐫𝐨𝐜𝐮𝐫𝐞𝐦𝐞𝐧𝐭 & 𝐒𝐨𝐮𝐫𝐜𝐢𝐧𝐠

পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল ফোন নম্বর সহ) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজ এর সত্যায়িত রঙ্গিন ছবি, সাক্ষাৎ কারীর বয়স আবেদনের শেষ তারিখ পর্যন্ত ১৮-৩০ বৎসর হতে হবে (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য) অধ্যায়নরত ছাত্র/ ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই । গন কল্যাণ ট্রাস্ট NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি 

শর্তসমূহ: সংস্থার নিয়মানুযায়ী ২০,০০০/-(বিশ হাজার) টাকা (ফেরৎ যােগ্য) জামানত জমা করতে হবে। জমাকৃত টাকার উপর বার্ষিক ৬% হারে সুদ প্রদান করা হবে। সাক্ষাৎকারের পূর্বে রেজিষ্টেশন ফি বাবদ ১০০/-(একশত টাকা) জমা দিতে হইবে। নিয়ােগের সকল কার্যাদি সংস্থার  চাকুরী বিধি দ্বারা নিয়ন্ত্রিত। 

সাউথইস্ট ব্যাংক লিঃ (SEBL) এ নিয়োগ বিজ্ঞপ্তি- ২০/১১

জব সাের্সঃ দৈনিক প্রথম আলাে - ৪ নভেম্বর ২০২২

নির্বাহী পরিচালক, গণ কল্যাণ ট্রাষ্ট, ১০-০১ অমর্ত্য সেন সড়ক, পূর্ব দাশড়া, মানিকগঞ্জ বরাবর |  গন কল্যাণ ট্রাস্ট NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি 

প্রয়ােজনীয় কাগজপত্র সহ আগামী ২০.১১.২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বন অধিদপ্তরে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

অফিশিয়াল বিজ্ঞাপনটি দেখুন:

গন কল্যাণ ট্রাস্ট NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

Deadline: 20 Nov 2022

Best Chakri BD একটি চাকরির বিষয়ক ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে আপনি নিত্য নতুন নতুন সকল চাকরির বিজ্ঞাপন দেখতে পাবেন। আমরা এখানে বিভন্ন সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করবো।

Urgent Hiring Business Development Executive (Male)


চাকরির খবর, Job Circular, job circular bd, job circular 2022, government job circular 2022, recent job circular 2022, ngo job circular, hsc pass ngo job circular 2022, private job circular 2022,private bank job circular 2022, all bank job circular 2022, recent bank job circular 2022, private bank job circular 2022, govt bank job circular 2022, bank job circular 2022, police job circular 2022, bdjobs.com, best chakri bd, চাকরির বাজার, সরকারি চাকরির বাজার, বেসরকারি চাকরির খবর, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Business Development Executive, Store In-charge

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url