ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-১ অধিশাখার ১৮/০৯/2022 খ্রি. তারিখের 31.00.0000.086.11.00৬.১৯.৩৮৬ নম্বর স্মারকে প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা'র রাজস্ব প্রশাসনের অধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরণের নিমিত্ত পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online-এ (http://dcpabna.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। 

অনলাইন ব্যতিত কোন আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম:  ড্রাফটসম্যান

পদ সংখ্যা:  ০১ (এক) টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/(গ্রেড-১৫)

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা: 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কোনো স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে অন্যূন ৬ (ছয়) মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত।

পদের নাম:  ট্রেসার

পদ সংখ্যা: ০১ (এক) টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-  (গ্রেড-১৬) |

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা: 

(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ  মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

(খ) কোনাে অনুমােদিত প্রতিষ্ঠান হইতে ড্রমিং বিষয়ে অন্যূন ৬ (ছয়) মালের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত; (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (ঘ) কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

পদের নাম: অফিস সহকারী-কামকম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ১৩ (তের) টি

বেতন স্কেল:  ৯,৩০০-২২,৪৯০/ (গ্রেড-১৬)

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা: 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং

(গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের  গতি সম্পন্ন হতে হবে।

পদের নাম: সার্টিফিকেট পেশকার

পদ সংখ্যা:  ০২ (দুই) টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/(গ্রেড-১৬)

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা: 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

পদের নাম: সার্টিফিকেট সহকারী

পদ সংখ্যা: ০১ (এক) টি

বেতন স্কেল:  ৯,৩০০-২২,৪৯০/(গ্রেড-১৬)

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা: 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং

(গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

পদের নাম:  ক্রেডিট চেকিং-কামসায়রাত সহকারী

পদ সংখ্যা: ০৪ (চার) টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/(গ্রেড-১৬)

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা: 

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং

(গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে

পদের নাম: মিউটেশন-কাম- সার্টিফিকেট সহকারী

পদ সংখ্যা:  ০৮

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-  (গ্রেড-১৬)

শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা: 

(ক) কোনাে স্বীকৃত বাের্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ  মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং 

(গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

শর্তাবলী: 

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

৩. জেলা প্রশাসক, পাবনা বরাবর আবেদন করতে হবে। 

৪. বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত। অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বাের্ডের নিকট দাখিল করতে হবে। বিভাগীয়/চাকরিরত প্রার্থীর আবেদনের কোনাে অগ্রিম কপি গ্রহণযােগ্য বলে বিবেচিত হবে না।

৫. লিখিত ও ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপনদাখিল করতে হবে:

ক) অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)। 

খ) শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র। 

গ) পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। 

ঘ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

ঙ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে মুক্তিযােদ্ধা কোটায় নিয়ােগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৮/১০/২০২০ খ্রি: তারিখের ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ নং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) সংরক্ষিত/প্রকাশিত নিম্নবর্ণিত যেকোনাে একটি প্রমাণিক দাখিল করতে হবে। উক্ত প্রমাণকে সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার নাম থাকতে হবে। 

(ক) ভারতীয় তালিকা: 

(১) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা; 

(২) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (পদ্মা); 

(৩) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (মেঘনা); 

(৪) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (সেক্টর);  ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

(৫) মুক্তিযােদ্ধাদের ভারতীয় তালিকা (সেনা, নৌ ও বিমান বাহিনী); 

অথবা 

(খ) লাল মুক্তিবার্তা:

 (১) লাল মুক্তিবার্তা (চূড়ান্ত লাল বই); 

(২) লাল মুক্তিবার্তা স্মরণীয় যারা বরণীয় যারা;

অথবা

(গ) গেজেট:

(১) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট; 

(২) প্রবাসে বিশ্ব জনমত গেজেট; (৩) বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত কর্মকর্তা গেজেট; 

(৪) বিসিএস গেজেট; (৫) স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গেজেট; 

(৬) বীরাঙ্গনা গেজেট; (৭) স্বাধীন বাংলা ফুটবল দল গেজেট; 

(৮) ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেট; 

(৯) বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত বা দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা গেজেট; 

(১০) মুজিবনগর গেজেট;

অথবা

(ঘ) বাহিনী গেজেট:

(১) সেনাবাহিনী গেজেট; (২) নৌবাহিনী গেজেট; (৩) বিমানবাহিনী গেজেট; (৪) বিজিবি গেজেট; (৫) পুলিশ বাহিনী গেজেট; (৬) আনসার বাহিনী গেজেট; (৭) নৌ-কমান্ডো গেজেট;

(চ) খেতাবপ্রাপ্ত:

(১) খেতাবপ্রাপ্ত গেজেট;

অথবা

(ঙ) শহীদ গেজেট:

(১) শহীদ বেসামরিক গেজেট; (২) সশস্ত্র বাহিনী শহীদ গেজেট; 

(৩) শহীদ বিজিবি গেজেট; (৪) শহীদ পুলিশ গেজেট;

অথবা

(ছ) যুদ্ধাহত :

(১) যুদ্ধাহত গেজেট; (২) যুদ্ধাহত পঙ্গু (বর্ডারগার্ড বাংলাদেশ) গেজেট; 

(৩) যুদ্ধাহত (বর্ডারগার্ড বাংলাদেশ) গেজেট; (৪) যুদ্ধাহত সেনা গেজেট এর যে কোন একটি প্রমাণকে মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে।

জ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে:

ঝ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র/কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্রকন্যার পুত্র/কন্যা এই মর্মে সম্পর্ক উল্লেখপূর্বক ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা/সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রত্যয়নপত্র।

ঞ) অন্যান্য কোটায় নিয়ােগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ/প্রমাণক। | 

ট) বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র। 

ঠ) ১ নং ক্রমিকে বর্ণিত ড্রফটসম্যান পদ ব্যতিত অন্য সকল পদের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র ।

ভ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)। ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

৬. মুক্তিযােদ্ধা কোটায় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে দেশের প্রচলিত আইন অনুসারে ওয়ারিশপত্র দাখিল করতে হবে। মুক্তিযােদ্ধা জীবিত থাকলে ওয়ারিশপত্রে তার প্রতিস্বাক্ষর থাকবে এবং মুক্তিযােদ্ধা জীবিত না থাকলে ওয়ারিশপত্রে কমপক্ষে ০১(এক) জন ওয়ারিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে। 

কোনাে মুক্তিযােদ্ধার ওয়ারিশ অসত্য তথ্য সংবলিত ওয়ারিশপত্র গ্রহণ করলে তা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। 

৭. লিখিত এবং ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়ােগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও | রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি ০১ (এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার

সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে। 

৮. প্রার্থীর বয়সসীমা ০৮/১২/২০২২ তারিখে ১৮-৩০ বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখার ২২/০৯/২০১২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১,০১৭,২০.১৪৯ নং স্মারক অনুযায়ী ২৫/০৩/২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারিত হবে। 

বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথীলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

৯. নিয়ােগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়ােগের জন্য প্রার্থী তার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাণ মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। 

কোটায় নিয়ােগের জন্য প্রার্থীদের সনদ/প্রমাণ বিবেচনা/গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বাের্ড/বিভাগীয় নির্বাচনি বাের্ডের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ে উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে। 

১০. নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনাে টি.এ/ডি.এ দেয়া হবে না। 

১১. অসত্য/অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়ােগ প্রক্রিয়ার যেকোনাে পর্যায়ে কোন প্রার্থী অসদুপায় অবলম্বন করলে তার প্রার্থিতানির্বাচন/নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১২. কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযােজন, বিয়ােজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 

১৩. আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনাে আপত্তি উত্থাপন করা যাবেনা। ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

১৪. কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১৫. অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলি:

ক.আগ্রহী প্রার্থীগণ http://dcpabna.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৪/১১/২০১২ তারিখ সকাল ১০.০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৮.১২.২০২২ তারিখ বিকাল ০৫.০০ টা

iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যেকোন teletalk Pre-paid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র জমাদানের পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। 

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি, এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। 

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant's copy-তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো teletalk Pre-paid মোবাইল নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২০০.০০ (দুইশত)) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৩/-টাকাসহ অফেরতযোগ্য মোট মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদানের নিয়মাবলী :

প্রথম SMS : DCPABNA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DCPABNA ABCDEF Send to 16222

Reply: Applicant's Name, Tk-223 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type dcpabna[Space]YES [Space] PIN and send to 16222.

দ্বিতীয় SMS : DCPABNA <space> Yes <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: DCPABNA YES 12345678 Send to 16222

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DCPABNA

Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). চ, দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি এসএমএস-এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে। ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ছ, SMS-এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পুর্বক রঙ্গিন প্রিন্ট করে নেবেন। প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। 

জ, Online আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 

ঝ, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcpabna.teletalk.com.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা’র www.pabna.gov.bd তথ্য বাতায়নে এবং প্রার্থীর মােবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

ঞ. শুধু Teletalk Pre-paid মােবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। (i) User ID AT : DCPABNA<space> Help<space>User<space>User ID & Send to 16222.

Example: DCPABNA Help User ABCDEF & Send to 16222. (ii) PIN GR17: DCPABNA<space>Help<space>PIN<space>PIN NO & Send to 16222.

Example: DCPABNA Help PIN 12345678 & Send to 16222.

ঢ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, পাবনার http://www.pabna.gov.bd ওয়েবসাইট এবং https://alljobs.teletalk.com.bd/dcpabna অথবা http://dcpabna.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করেও পাওয়া যাবে নিয়ােগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য http://www.pabna.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ঠ, Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে, যেকোনাে টেলিটক মােবাইল নম্বর থেকে ১২১ নম্বরে অথবা ই-মেইল এ | alliobs.query@teletalk.com.bd এ যােগাযােগ করা যাবে। টেলিটকের জবপাের্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যােগাযোগ করা যাবে।

ড) ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘােষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযােগ্যতা ধরা পড়লে বা কোনাে প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, 

পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের পরে যে কোনাে পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।





Best Chakri BD একটি চাকরির বিষয়ক ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে আপনি নিত্য নতুন নতুন সকল চাকরির বিজ্ঞাপন দেখতে পাবেন। আমরা এখানে বিভন্ন সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করবো।

চাকরির খবর, Job Circular, job circular bd, job circular 2022, government job circular 2022, recent job circular 2022, ngo job circular, hsc pass ngo job circular 2022, private job circular 2022,

private bank job circular 2022, all bank job circular 2022, recent bank job circular 2022, private bank job circular 2022, govt bank job circular 2022, bank job circular 2022,

police job circular 2022, bdjobs.com, best chakri bd, চাকরির বাজার, সরকারি চাকরির বাজার, বেসরকারি চাকরির খবর, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Business Development Executive, Store In-charge, অগ্রণী ব্যাংক লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি, Sr. Executive, Finance & AccountsExecutive, Business Analyst

Executive, Strategy & Planning𝐅𝐨𝐨𝐝 𝐐𝐮𝐚𝐥𝐢𝐭𝐲 𝐂𝐨𝐧𝐭𝐫𝐨𝐥𝐥𝐞𝐫UNITED GROUPHuman Resources ExecutiveSr. Executive/Asst. Manager (HRM)Customer Service ProfessionalsJunior Executive,  Retail Sales OfficerHR Executiveভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url